প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ২১:৫১
মতলব উত্তরে ওপেন হাউজ ডে
মতলব উত্তরে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি, ডাকাতি ও অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধের লক্ষ্যে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে মতলব উত্তর থানার সার্ভিস ডেলিভারি সেন্টারে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক। এসআই আবু জাফরের সঞ্চালনায় বক্তব্য রাখেন ওসি (তদন্ত) প্রদীপ সাহাসহ থানার অন্যান্য কর্মকর্তা, রাজনীতিক, সাংবাদিক, ব্যবসায়ীসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নির্মূল ও বাজার এলাকায় যানজট নিরসনে পুলিশের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও ইউনিয়নের বিভিন্ন এলাকার জনসাধারণ। ওসি মো. রবিউল হক তাঁর বক্তব্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। বিশেষ করে মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখাসহ পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।