প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের বিনামূল্যে চিকিৎসাসেবা
মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর ডায়াবেটিক সমিতি পরিচালিত চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের সৌজন্যে বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর সকাল থেকে হাসপাতাল প্রাঙ্গণে এ সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। সেবা কার্যক্রমের উদ্বোধন করেন সমিতির অবৈতনিক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম।
দিবসটি উপলক্ষে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সেবা কার্যক্রম পরিচালিত হয়। মুক্তিযোদ্ধা ও সকল শ্রেণির মানুষের সেবার জন্যে এই কার্যক্রম পরিচালিত হয়। বিজয়ের মাস তথা যে কোনো জাতীয় দিবসে হাসপাতালটির এ রকম সেবা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। দিনব্যাপী কার্যক্রমে ২০০ জনকে বিনামূল্যে ডায়াবেটিক রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা প্রদান করা হয়। এতে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।