প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ২১:০৫
প্রকাশিত হলো রফিকুজ্জামান রণির কবিতার বই
জলধি প্রকাশন থেকে বেরিয়েছে চর্যাপদ একাডেমিরর মহাপরিচালক অ্যাড. রফিকুজ্জামান রণি নতুন কবিতার বই ‘না ফেরার ব্যাকরণ’। পঞ্চাশের অধিক কবিতা ঠাঁই পেয়েছে বইটিতে। প্রচ্ছদ করেছেন তাইফ আদনান, মূল্য ধরা হয়েছে ২৫০ টাকা মাত্র। বাংলা একাডেমি আয়োজিত একুশে বই মেলায় জলধি প্রকাশনের ১৯২ ও ১৯৩ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে।
|আরো খবর
এ সম্পর্কে কবি জানান, এটি তার ৮ম বই। এই বইয়ে বিচিত্র ধারার কবিতা স্থান পেয়েছে। যেমন সনেট, সেস্টিনা, কোয়াট্রেন, ম্যাক্সিম, রুবাই, হাইকু, ছন্দোবদ্ধ কবিতা, অনুকাব্য, গদ্যকাব্য, গীতিকাব্য ও দীর্ঘকবিতা।
রফিকুজ্জামান রণির দাপ্তরিক নাম : মোহাম্মদ রফিকুল ইসলাম, পিতা : মোহাম্মদ কামরুজ্জামান খোকা, মাতা : লাভলী জামান। জন্ম ৩০ ডিসেম্বর, ১৯৯২; চাঁদপুর জেলার কচুয়া উপজেলায়, দোঘর গ্রামে।
চাঁদপুর সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পেশায় আইনজীবী। প্রতিষ্ঠা করেন চর্যাপদ সাহিত্য একাডেমি।
পেয়েছেন : জেমকন তরুণ কবিতা পুরস্কার-২০১৯; চাঁদপুর জেলা প্রশাসক পাণ্ডুলিপি পুরস্কার-২০১৮; দেশ পাণ্ডুলিপি পুরস্কার-২০১৮; ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ অ্যাওয়ার্ড-২০২০; ‘এবং মানুষ’ তরুণ লেখক পুরস্কার-২০১৯; পেন বাংলাদেশ সাহিত্য পুরস্কার-২০২১; নাগরিক বার্তা লেখক সম্মাননা-২০১৯; চাঁদপুর সাহিত্য একাডেমী পুরস্কার-২০১৪; জাতীয় সাহিত্য পরিষদ সম্মাননা-২০১৪; মুন্সিগঞ্জ সাহিত্য পরিষদ সম্মননা-২০২২; নতুন এক মাত্রা তরুণ লেখক পুরস্কার ২০২৩; ফরিদগঞ্জ লেখক ফোরাম সাহিত্য পদক-২০১৩।
প্রকাশিত গ্রন্থ ৮টি : দুই শহরের জানালা (গল্প); ধোঁয়াশার তামাটে রঙ (কবিতা); চৈতি রাতের কাশফুল (গল্প); মুঠো জীবনের কেরায়া (কবিতা), অতল জলের গাঁও (কবিতা), স্মৃতির ছায়াশিস (গল্প), টুনটুনি ভূত (শিশুতোষগল্প), না ফেরার ব্যাকরণ (কবিতা)। ২০২২-এর শেষ ভাগে তিনি কবি আইরিন সুলতানা লিমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।