বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫  |   ২৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ২১:৩৭

চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় প্রযোজনাভিত্তিক নাট্য কর্মশালা

অনলাইন ডেস্ক

‘লৌহ-গহর মঠ’ গল্প গাঁথা নিয়ে

প্রযোজনাভিত্তিক নাট্য কর্মশালা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে দেশের ৬৩ জেলার শিল্পকলা একাডেমিতে চলমান। ১৫ দিনব্যাপী কর্মশালাভিত্তিক নাট্য প্রযোজনা নির্মাণ ও প্রদর্শনী কার্যক্রম শুরুর ধারাহিকতায় ২০ জানুয়ারি থেকে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শুরু হয়েছে চাঁদপুর জেলায় ১৫ দিনব্যাপী প্রযোজনাভিত্তিক কর্মশালা। ইতোমধ্যে কর্মশালার নির্বাচিত ১৫ জন অভিনয় শিল্পীর অংশগ্রহণে ফরিদগঞ্জ উপজেলায় অবস্থিত ‘লৌহ-গহর মঠ’-এর ইতিহাস ও ঐতিহ্যকে উপজীব্য করে নাট্য নির্মাণ প্রক্রিয়া শুরু হয়েছে। ডাকাতিয়া নদীর অববাহিকায় ৭০০ বছরের পুরানো ‘লৌহ-গহর মঠ’ চাঁদপুর জেলার একটি বিশেষ পর্যটন স্থান। যার ইতিহাস নিয়ে নানান ধরনের মিথ প্রচলিত আছে। বিচ্ছিন্ন-বিক্ষিপ্ত লোক কথাগুলোর মধ্যে সমন্বয় সাধনা করে ইম্প্রোভাইজেশন মেথড অনুসরণ করে নাটকটি নির্মাণ করা হচ্ছে। নাট্যক্রিয়াটির নির্দেশনার দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক ও চাঁদপুরের কৃতী সন্তান মোস্তফা কামাল যাত্রা, সহ-নির্দেশক হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ থেরাপিউটিক থিয়েটার ইনস্টিটিউট (বিটিটিআই)-এর প্রধান প্রশিক্ষক এএলএম রেজা আজিজ।

নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পক মুরাদ হাসান, সংগীত ও দ্রব্য সম্ভার পরিকল্পক জান্নাতুল পিংকি এবং পোশাক ও রুপসজ্জা পরিকল্পক শাহরিয়ার হান্নান।

নাটকটির বিভিন্ন চরিত্রে রূপায়ণ করছেন চাঁদপুরের বিভিন্ন নাট্যদলের নাট্যকর্মী এবং বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলে পড়ুয়া ১৫ জন শিক্ষার্থী। প্রযোজনাটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন জেলা কালচারাল অফিসার দিতি সাহা। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নাটকটির পাবলিক প্রদর্শনী মঞ্চায়ন হবে, যা সকলের জন্যে উন্মুক্ত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়