প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুর রোটারী ক্লাবের শ্রদ্ধা নিবেদন
মহান বিজয় দিবসে বীর শহিদদের প্রতি সম্মান ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন চাঁদপুর রোটারী ক্লাবের সদস্যরা। শনিবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের পর মুক্তিযুদ্ধের স্মৃতিভাস্কর্য ‘অঙ্গীকার’ বেদিতে এই পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন, সাবেক সভাপতি রোটাঃ অ্যাডভোকেট সাইয়্যেদুল ইসলাম বাবু, নাসির উদ্দিন খান, রোটাঃ খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ অ্যাডঃ নজরুল ইসলাম, সেক্রেটারী রোটাঃ উজ্জ্বল হোসাইন, সেক্রেটারী ইলেক্ট রোটাঃ মাহবুবুর রহমান সুমন, জয়েন্ট সেক্রেটারী রোটাঃ গোপাল চন্দ্র সাহা, সার্জেন্ট অ্যাট আর্মস্ রোটাঃ রেদওয়ান রহমত উল্লাহ সম্রাট প্রমুখ।