প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জ
১৬ ডিসেম্বর শনিবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে ফরিদগঞ্জে শহীদদের বেদীতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা ছাত্রলীগ, বিএনএম, ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ফরিদগঞ্জ এআর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠিত হয়। ইউএনও মৌলি মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তসলিম, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহিদ উল্ল্যাহ তপদার, থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম প্রমুখ। এ সময় সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।
এ দিকে দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।