শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০

হাইমচর

মোঃ সাজ্জাদ হোসেন রনি ॥
হাইমচর

বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় উৎসবমুখর পরিবেশে শনিবার (১৬ ডিসেম্বর) সকালে হাইমচর উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচি উদযাপন করা হয়। ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির পর শহীদ মিনারে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফয়সালসহ কর্মকর্তাবৃন্দ, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারীর নেতৃত্বে অন্য কর্মকর্তা, হাইমচর থানা পুলিশের পক্ষে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন এবং ইন্সপেক্টর (তদন্ত) মোঃ হারুন অর-রশিদসহ পুলিশ সদস্যবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে প্রশাসক পূর্বিতা চাকমা, সাবেক কমান্ডার বারেক বকাউল ও ডেপুটি কমান্ডার হাফিজ আহাম্মদসহ অন্য মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের পক্ষে সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া, সাধারণ সম্পাদক নূর হোসেন পাটোয়ারীসহ নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের পক্ষে মাজহারুল ইসলাম শফিকসহ নেতৃবৃন্দ, উপজেলা প্রেসক্লাবের পক্ষে আহ্বায়ক জিএম জহির, সদস্য সচিব সাহেদ হোসেন দিপু, যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন, সহঃ সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, সদস্য জাহাঙ্গীর আলমসহ নেতৃবৃন্দ, হাইমচর ফায়ার স্টেশন লিডার মোঃ রতন শেখের নেতৃত্বে সদস্যবৃন্দ, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর হাইমচর জোনাল অফিসের পক্ষে এজিএম (ওএন্ডএম) মোঃ হাফিজুর রহমানসহ অন্য কর্মকর্তাবৃন্দ, উপজেলা ছাত্রলীগের পক্ষে যুগ্ম আহ্বায়ক সোহাগ সহ অন্য নেতৃবৃন্দ, পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থা, রাজনৈতিক দল ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও পুষ্পার্ঘ্য অর্পণ করেন অনেকে।

বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনার, বঙ্গবন্ধুর প্রতিকৃতিসহ বিভিন্ন স্থাপনাকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। সকালে উপজেলা সদরের আলগী বাজারস্থ দুর্গাপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়