প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০
রোটারী ক্লাব অব চাঁদপুর হিলশা সিটি
রোটারী ক্লাব অব চাঁদপুর হিলশা সিটির পক্ষ থেকে চাঁদপুর শহরের আক্কাছ আলী রেলওয়ে একাডেমীতে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহের জন্যে ডাইরেক্ট ফ্লো ওয়াটার ফিল্টার প্রদান এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন ও আবৃত্তির প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল। আরো উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি রোটাঃ মোঃ রকিবুল হাসান রুমন, সেক্রেটারী রোটাঃ এসএম মোরশেদ সেলিম, জয়েন্ট সেক্রেটারী রোটাঃ মাহমুদ হাসান কবির, ক্লাব এডিটর রোটাঃ আশিকুর রহমান, রোটাঃ মাকসুদুল আলম শাহিন ও রোটাঃ শাখাওয়াত হোসেনসহ রোটার্যাক্ট ক্লাব অব চাঁদপুর হিলশা সিটির সকল সদস্য। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন আক্কাছ আলী রেলওয়ে একাডেমীর প্রধান শিক্ষক গোফরান হোসেন। সবশেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।