শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০

মতলব উত্তর

মাহবুব আলম লাভলু ॥
মতলব উত্তর

মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ, ডিসপ্লে, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, ছেংগারচর পৌরসভা, মতলব উত্তর থানা পুলিশ, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীবৃন্দ, সহকারী প্রাথমিক শিক্ষক সমিতি, শিক্ষক সমাজ ও সাংবাদিক ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ডিসপ্লেতে অংশগ্রহণ করে উপজেলার হাইস্কুল, কলেজ, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের কাব, স্কাউটস্, গার্লস ইন স্কাউটস্ ও রোভার স্কাউটস্। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো ও সম্মানিত করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ রুহুল আমিন ও ছেংগারচর পৌরসভার মেয়র আরিফ উল্লা সরকার। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান তপুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খান, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ মোবারক, গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লা প্রধান, সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম ও একেএম গোলাম নবী খোকন।

উপস্থিত ছিলেন ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হোসাইন মোহাম্মদ ইয়াসিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, যুব ও ক্রীড়া সম্পাদক নূরুল আমিন বোরহান, চাঁদপুর জেলা পরিষদ সদস্য সরকার আলাউদ্দিন, সংরক্ষিত মহিলা সদস্য তাছলিমা আক্তার আঁখি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুজাম্মেল হক, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, ছেংগারচর পৌরসভার কাউন্সিলর আব্দুল মান্নান বেপারী, কাউন্সিলর আমান উল্লাহ সরকার, কাউন্সিলর শাহজাহান মোল্লা, কাউন্সিলর জাহাঙ্গীর আলম, কাউন্সিলর সবুজ মিয়া, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আকলিমা আক্তার, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুজ্জামান খান প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়