প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
নানা আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে চাঁদপুর শহরস্থ ‘অঙ্গীকার’ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নাছিম আখতার। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক প্রিন্স মাহমুদ, জাহিদুল ইসলাম, মোস্তাফিজ আহমেদ, ইনফরমেশন এন্ড কমিনিউকেশন টেকনোলজি বিভাগের প্রভাষক সোহেল রানা, নাজিম উদ্দিন, সুষ্মিতা কর, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক মোঃ বাইজীদ আহম্মেদ রনি, খাদিজা খাতুন টুম্পা, শাকিল আহমেদ সবুজসহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং সকল বীর শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।