প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০
বিভিন্ন স্থানে মহান বিজয় দিবস উদযাপনের খবর
‘চাঁদপুরে ঢাবিয়ান’
মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি সম্মান ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন চাঁদপুর জেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের ফোরাম ‘চাঁদপুরে ঢাবিয়ান’-এর সদস্যরা। শনিবার সূর্যোদয়ের পর চাঁদপুর শহরের রেলওয়ে লেকে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘অঙ্গীকার’ বেদিতে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন চাঁদপুর ল’ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সিনিয়র আইনজীবী মোঃ জহিরুল ইসলাম, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, সংগঠনের আহ্বায়ক আলমগীর হোসেন বাহার, সদস্য সচিব গোলাম গাউস রাসেল, যুগ্ম আহ্বায়ক মোঃ সাইদুজ্জামান, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস সামি, প্রচার সম্পাদক মাসুদ আলম ও কোষাধ্যক্ষ ইউসুফ আলী খান। এছাড়া সাবেক শিক্ষার্থীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শিরিন বীনা, ফেরদৌসি, মহসিন শরীফ, নূর নিহার, মাহরুম খান প্রমুখ।