শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জে শহীদ মুক্তিযোদ্ধার নামের স্কুলেই বিজয় দিবসের অনুষ্ঠান হয়নি

প্রবীর চক্রবর্তী ॥
ফরিদগঞ্জে শহীদ মুক্তিযোদ্ধার নামের স্কুলেই বিজয় দিবসের অনুষ্ঠান হয়নি

১৯৭১ সালের রণাঙ্গণের বীর সেনানী শহীদ বীর মুক্তিযোদ্ধা জাবেদের নামে প্রতিষ্ঠিত ফরিদগঞ্জ বিরামপুর শহীদ জাবেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস পালত হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা সরকারি প্রজ্ঞাপনে সুনির্দিষ্টভাবে বিজয় দিবস পালনের কথা বলা হলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোনো ভ্রূক্ষেপ করেন নি।

সরেজমিনে উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের বিরামপুর শহীদ জাবেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে শনিবার ১৬ ডিসেম্বর শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত উপস্থিত থেকে সহকারী প্রধান শিক্ষকসহ ক’জন শিক্ষক ছাড়া আর কাউকে পাওয়া যায় নি। অথচ পার্শ্ববর্তী বেশি ক’টি শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয়রা জানান, প্রধান শিক্ষক খোরশেদ আলম দায়সারাভাবে প্রতিষ্ঠান পরিচালনা করছেন। মহান বিজয় দিবসসহ সকল দিবসে বিধি অনুযায়ী শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা, খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার করার নিয়ম থাকলেও তিনি কখনোই তা করেন না। আজকের এই বিশেষ দিনে শিক্ষকদের রুম ছাড়া আর সকল রুম তালাবদ্ধ। প্রধান শিক্ষক খোরশেদ আলম শেষ পর্যন্ত আসেন নি।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, বিজয় দিবস নিয়ে কোনো কর্মসূচি নেয়া হয়েছে কিনা তা তিনি জানেন না। শনিবার সকালে বিদ্যালয়ে এসেছেন, পরবর্তীতে প্রধান শিক্ষককে তার মুঠোফোনে কল করলেও বন্ধ পেয়েছেন। বিজয় দিবসের অনুষ্ঠান না করা দুঃখজনক। পরে অবশ্য ১১টা ১০ মিনিটে তিনি তার মুঠোফোনে কল করে তড়ঘড়ি করে একটি খেলা আয়োজনের কথা বলেন। সেই মোতাবেক তিনি আশেপাশের শিক্ষার্থীদের নিয়ে ক্রিকেট ম্যাচ আয়োজন করেছেন।

বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য সুমন আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন শহীদ মুক্তিযোদ্ধার নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়ে বিজয় দিবসের দিনে কোনো অনুষ্ঠান হয় না, তা মেনে নেয়া যায় না। অনুষ্ঠান আয়োজন বিষয়ে প্রধান শিক্ষক কোনোরূপ সভারও আয়োজন করেন নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলমের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তার মুঠোফোন কয়েকবার ফোন করলেও তিনি রিসিভ করেন নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহর কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সরকারি প্রজ্ঞাপন মতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় দিবস সহ সকল রাষ্ট্রীয় দিবসের অনুষ্ঠান করা বাধ্যতামূলক। বিরামপুর শহীদ জাবেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবেসর অনুষ্ঠান না হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়