মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ০০:০০

সদরঘাটে ময়ূর-৭ লঞ্চে আগুন ॥ হতাহত হয়নি কেউ
মিজানুর রহমান ॥

রাজধানীর সদরঘাটে ঢাকা-চাঁদপুর রুটের এমভি ময়ূর-৭ লঞ্চে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জুন) সকাল ১১টায় আগুন লাগার এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এক ঘণ্টার বেশি সময় ধরে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিটের চেষ্টায় দুপুর ১২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে দ্বিতীয় ও তৃতীয় তলার কেবিনের অংশসহ লঞ্চের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এ লঞ্চটি চাঁদপুর-ঢাকা রুটে নিয়মিত চলাচল করে আসছিল। আগুন লাগার সময় লঞ্চটি সদরঘাটে বাঁধা ছিল।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, সদরঘাটে ময়ূর-৭ নামক লঞ্চে আগুন লাগার সংবাদ পেয়ে ১১টা ৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তারপর মোট ১৩টি ইউনিট কাজ করেছে।

নৌ পুলিশের সদরঘাট থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ধনঞ্জয় বলেন, লঞ্চটি চাঁদপুর ঘাটে সকাল থেকে ভিড়ানো ছিলো। আগুন লাগার সময় লঞ্চটি যাত্রীশূন্য ছিল। কোনো হতাহতের খবর আমরা পাইনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়