প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ২১:৫৭
ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে মতলব উপজেলা ও পৌর জামায়াতের বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব দক্ষিণ উপজেলা ও পৌর শাখার আয়োজেনে ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল ২০২৫) বাদ জোহর মতলব বাজার শাহী জামে মসজিদ সম্মুখ থেকে মিছিল শুরু হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব পৌরসভার আমির মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও মতলব পৌরসভা যুব জামায়াতের সেক্রেটারী মো. ইদ্রিস খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব দক্ষিণ উপজেলার আমির মো. আব্দুর রশিদ পাটওয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মো. আবছার উদ্দিন, ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. আবু সাঈদ প্রমুখ।