প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ২১:১৯
আদালতপাড়ায় পর পর চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী
সিসি ক্যামেরায় চোর শনাক্ত করলেও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না
চাঁদপুর শহরের আদালতপাড়ায় একের পর এক চুরির ঘটনা ঘটে চলছে। চোর চিহ্নিত হওয়ার পরও ব্যবস্থা নিচ্ছে না থানা পুলিশ। পর পর এমন চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে আছে এলাকাবাসী।
|আরো খবর
স্থানীয়রা জানান, গত দু মাসে আদালতপাড়ায় মসজিদ, মসজিদের ইমাম-মুয়াজ্জিনের থাকার রুম (হুজরাখানা) এবং পাশের দোকান নিদি এন্টারপ্রাইজে চুরির ঘটনা ঘটে। মাসখানেক আগে মসজিদের পশ্চিম পাশে থাকা হুজরাখানায় ভোর বেলা ফজরের নামাজ চলাকালীন চোর প্রবেশ করে মুয়াজ্জিন সাহেবের দামী মোবাইল সেটসহ আরো কিছু জিনিস নিয়ে যায়। এ বিষয়ে মডেল থানায় চুরির হোতাকে সিসি ক্যামেরার সাহায্যে চিহ্নিত করে অভিযোগ দেয়া হলেও এখন পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এর একদিন পর মসজিদের একটি ফ্যান চুরি হয়। মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) চুরি হয় মসজিদের সাথে রাস্তার দক্ষিণ পাশ লাগোয়া নিদি এন্টারপ্রাইজ দোকানে। দোকানটির দু সাইডের সার্টারের মধ্যে এক সাইডের সার্টারে পাথরের টুকরা ঢুকিয়ে খুব কৌশল ও অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটানো হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে প্রকাশ্যে চোর দোকানে প্রবেশ করে চুরি করে পালিয়ে যায় বলে জানান নিদি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. ফরিদ আহম্মেদ বাবুল।
তিনি জানান, চোর দোকানে থাকা সাতটি মোবাইল ফোন এবং সাথে নগদ দেড় লাখ টাকা নিয়ে গেছে। মোবাইলগুলো বিকাশ, নগদ, উপায় ও টাকা লোড দেয়ার কাজে ব্যবহার করা হতো।
চুরির ঘটনায় সিসি টিভির ফুটেজ ও আলামতসহ নতুনবাজার পুলিশ ফাঁড়িতে অভিযোগ করা হয়েছে বলে ভুক্তভোগী জানান।
এদিকে পর পর এমন চুরির ঘটনায় আদালতপাড়া মহল্লাবাসীসহ হাজী মহসীন রোডের ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।