প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ২২:১০
মতলব উত্তরে মাসিক আইনশৃঙ্খলা ও সাধারণ সভা
অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ইউএনও মাহমুদা কুলসুম মনি

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেছেন, মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নদীপথে চাঁদপুর ও মুন্সিগঞ্জের মধ্যে সিমানা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। এ জটিলতা নিরসনে মুন্সীগঞ্জের সাথে আমাদের মতলব উত্তরের সীমানা নির্ধারণের জন্য আমরা কাজ করে যাচ্ছি।
|আরো খবর
বুধবার (২৭ আগস্ট-২০২৫) সকালে উপজেলা পরিষদ হলরুমে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সামাজিক অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আইনশৃঙ্খলা সম্পর্কিত তথ্য সময়মতো জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।
উপজলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ার, মতলব উত্তর থানা ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।