বুধবার, ২৭ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১৯:৫৪

'প্রকর্ম ২০২৪' পুরস্কার

গণগ্রামীণ বীমার চাঁদপুর জক প্রধান কে. এম. লোকমান হোসেন সারাদেশে প্রথম

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
গণগ্রামীণ বীমার চাঁদপুর জক প্রধান  কে. এম. লোকমান হোসেন  সারাদেশে প্রথম
ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাফিজ উদ্দিন মজুমদারের নিকট থেকে 'প্রকর্ম ২০২৪'-এ প্রথম স্থান অর্জনের পুরস্কার গ্রহণ করছেন গণগ্রামীণ বীমার চাঁদপুর জক প্রধান কে. এম. লোকমান হোসেন। পাশে রয়েছেন কোম্পানির সাবেক এমডি (বর্তমান পরিচালক) আদিবা রহমান ও পরিচালক জিহাদ রহমান এবং সর্বডানে রয়েছেন পরিচালক শাহিদুর রহমান।

ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের গণগ্রামীণ বীমার চাঁদপুর জোন অপারেশন সেন্টার (জক) প্রধান, কোম্পানির ভিপি (উন্নয়ন) কেএম লোকমান হোসেন ২০২৪ সালে সর্বোচ্চ আয় (প্রথম বর্ষ প্রিমিয়াম আয় ৬ কোটি ১লাখ টাকা) দিয়ে 'প্রকর্ম ২০২৪'-এ সারাদেশে প্রথম হয়েছেন।

কোম্পানির বার্ষিক সম্মেলন ২০২৪-এ তিনি কোম্পানির চেয়ারম্যান হাফিজ উদ্দিন মজুমদারের নিকট থেকে এ পুরস্কার গ্রহণ করেন। গত ৭ আগস্ট ২০২৫ তারিখে কক্সবাজার লং বীচ হোটেলের হলরুমে অনুষ্ঠিত এ সম্মেলনে অংশগ্রহণ করেন পেশাগত দক্ষতা ও সারাবছরের কার্যক্রমে এগিয়ে থাকা মাঠ পর্যায়ের বিভিন্ন স্তরের জনশক্তি। সে

সম্মেলনেই সেরা জক প্রধান (ভিপি) হিসেবে

কেএম লোকমান হোসেন 'প্রকর্ম ২০২৪'-এ প্রথম স্থান অর্জনকারী হিসেবে পুরস্কার গ্রহণ করায় চাঁদপুর জকের বিভিন্ন ইউনিটের ম্যানেজার, কর্মকর্তা, সংগঠক ও কর্মীরা তাঁকে অভিনন্দন জানান।

কেএম লোকমান হোসেন ১৯৮৯ সালে ডেলটা লাইফ ইনসিওরেন্সের গ্রামীণ বীমা প্রকল্পে জেলা ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। ২০০১ সালে গণ ও গ্রামীণ বীমা একীভূত হয়ে কুমিল্লা-১ ও কুমিল্লা-২ নামে জোন অপারেশন সেন্টার (জক) সৃষ্টি হয়। তিনি ছিলেন কুমিল্লা-২-এর দায়িত্বে। পরবর্তীতে তিনি কোম্পানির বোর্ড মিটিংয়ে প্রস্তাব দিয়ে 'চাঁদপুর জক' সৃষ্টি করান এবং এই জকের দায়িত্ব লাভ করেন। ২০২৩ সালের ৩ মার্চ তিনি ভিপি (উন্নয়ন) হিসেবে অবসরগ্রহণ করলেও কোম্পানি তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দেন। ওই বছর তিনি প্রথম বর্ষ প্রিমিয়াম আয় ৫ কোটি ৭৪ লাখ টাকা দিয়ে তৃতীয় হন। কিন্তু পরের বছরে (২০২৪ সালে) একই আয় ৬ কোটি ১ লাখ টাকা দিয়ে তিনি প্রথম হবার গৌরব অর্জন করেন। তাঁর কাছ থেকে জানা যায়, তিনি তাঁর ৩৬ বছরের চাকুরি জীবনে এমন বার্ষিক আয় প্রদানের ক্ষেত্রে তৃতীয় স্থানের নিচে কখনো নামেন নি। অবশেষে অবসরগ্রহণোত্তর চুক্তিভিত্তিক নিয়োগ চলাকালীন সর্বোচ্চ বার্ষিক আয় দিয়ে 'প্রকর্ম ২০২৪'-এ প্রথম হয়ে তাক লাগিয়ে দিয়েছেন।

এক প্রতিক্রয়ায় কে. এম. লোকমান হোসেন চাঁদপুর কণ্ঠকে বলেন, আমাদের কাজের গতি এবং পেশাগত দক্ষতা বৃদ্ধি করতে হবে এবং কাজের মান বৃদ্ধি করে আমাদের সামনে আরো এগিয়ে যেতে হবে।

উল্লেখ্য, কে এম লোকমান হোসেনের পরিবার ঢাকায় বসবাস করলেও তিনি মতলব দক্ষিণ উপজেলার নওগাঁও গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি মরহুম নেকবর খান ও মরহুমা ফাতেমা বেগমের সন্তান। তিন ভাই ও ৪ বোনের মধ্যে সবার বড়ো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়