প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ২০:১২
কচুয়া উপজেলা সমিতি, ঢাকা-এর আয়োজন
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি কাজী ফজলুল করিমের সংবর্ধনা

কচুয়াকে মাদকমুক্ত করতে, মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আইজিপি কাজী ফজলুল করিম।
|আরো খবর
কচুয়া উপজেলার কৃতী সন্তান, কচুয়া উপজেলা সমিতি, ঢাকা-এর সাধারণ সম্পাদক কাজী ফজলুল করিম বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়ায় সমিতির পক্ষ থেকে মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) সন্ধ্যা ৭টায় ঢাকার দিলকুশার রাজউক অ্যাভিনিউস্থ রাজউক ভবন অডিটোরিয়ামে সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে সমিতির সভাপতি, পিএসসি সদস্য ডা. মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি কাজী ফজলুল করিম, সমিতির উপদেষ্টা ও নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও এমপি ডা. শহিদুল ইসলাম, সাবেক যুগ্ম সচিব ও বীর মুক্তিযোদ্ধা মো. মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহ্ মোহাম্মদ এমরান, রুহুল আমিন চৌধুরী, ২নং পাথৈর ইউপির সাবেক চেয়ারম্যান মোস্তফা শরীফ টিটো, সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রধান, আইসিটি মন্ত্রণালয়ের টেকনিক্যাল অ্যাডভাইজার মাসুদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী এমদাদ হোসেন মিয়াজী, আবুল কাসেম প্রধানিয়া, আব্দুল বারী, সিরাজুল ইসলাম, মঞ্জুর আহমেদ সেলিম, ইউসুফ মিয়াজী, প্রকৌশলী দেওয়ান মনিরুজ্জামান মানিক, এনএসআই'র অতিরিক্ত পরিচালক মফিজুল ইসলাম প্রমুখ।সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন এএসপি নবীর হোসেন ও শারফিন হোসাইন। অনুষ্ঠানে সমিতির সভাপতি, পিএসসি সদস্য ডা. মো. আমিনুল ইসলাম বলেন, কচুয়ার উন্নয়নে সকলে একযোগে কাজ করতে হবে। আমরা যদি কচুয়ার যে যেখানে আছি, সবাই যার যার অবস্থান থেকে অবদান রাখি, তাহলেই কচুয়ার সার্বিক উন্নয়ন সাধন করা সম্ভব হবে। সমিতির উপদেষ্টা শহীদুল্লাহ কায়সার একাত্তরের বীর শহীদ ও ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, কচুয়াতে চাঁদাবাজি-দুর্নীতি ও মাদকের করাল গ্রাস থেকে কচুয়ার ছাত্র, যুব ও তরুণ সমাজকে রক্ষা করতে হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি ও সমিতির সাধারণ সম্পাদক কাজী ফজলুল করিম তাঁর বক্তব্যে তাঁকে সংবর্ধনা প্রদান করে সম্মানিত করায় কচুয়া সমিতির নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানান। তিনি কচুয়ার উন্নয়নে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান। কচুয়াকে মাদকমুক্ত করতে হলে, মাদকসেবীদের আগে মাদক ব্যবসায়ীদেরকে আইনের আওতায় আনতে হবে। তাই এ জন্যে কচুয়াবাসীকে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণে আইন-শৃঙ্খলা বাহিনীকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতার করার আহ্বান জানান। পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে, এজন্যে যেনো কোনো নিরাপরাধ কোনো লোক হয়রানির শিকার না হয়। কারও সঙ্গে শত্রুতা থাকলে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করা যাবে না।
অন্য বক্তারা বর্তমানে যে হারে কিশোর, ছাত্র, যুবক ও তরুণ মোবাইলে অনলাইন জুয়ায় আসক্ত হচ্ছে, তার থেকে তাদের সুন্দর জীবনকে রক্ষা করতে কচুয়ার প্রতিটি পরিবারের অভিভাবকদের প্রতি আহ্বান জানান।