বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ২০:২৫

ফরিদগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক ও লিয়াজোঁ কমিটির পরিচিতি সভা

শামীম হাসান।।
ফরিদগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক ও লিয়াজোঁ কমিটির পরিচিতি সভা
ফরিদগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক ও লিয়াজোঁ কমিটির পরিচিতি সভায় বক্তব্য রাখছেন বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন পাটওয়ারী।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ফরিদগঞ্জ উপজেলা কমান্ডের নবগঠিত আহ্বায়ক কমিটি ও লিয়াজোঁ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ আগস্ট ২০২৫) সকালে উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন পাটওয়ারী। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয় এবং জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় নবগঠিত আহ্বায়ক কমিটি ও লিয়াজোঁ কমিটির সদস্যদের পরিচয় তুলে ধরেন বীর মুক্তিযোদ্ধা মো. শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী।

স্বাগত বক্তব্যে আহ্বায়ক দেলোয়ার হোসেন পাটওয়ারী বলেন, এই কমিটি মুক্তিযোদ্ধাদের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থেকে মুক্তিযোদ্ধাদের অধিকার, কল্যাণ ও মর্যাদা রক্ষায় কাজ করবে। পাশাপাশি আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরাও আমাদের দায়িত্ব।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, দেলোয়ার হোসেন, সদস্য আলী হোসেন ভূঁইয়া, মো. আমির হোসেন মৃধা, মো. আমজাদ হোসেনসহ অনেকে। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাবিলদার আবুল কালাম, মোস্তাফিজুর রহমান, আব্দুস সামাদ, মো. নুরুজ্জামান, তাফাজ্জল গাজী, আব্দুল মান্নান, আবুল কালাম মোল্লা, মো. আব্দুল হক, তছলিম মিয়াসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক মুক্তিযোদ্ধা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়