প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০১:০৮
সংস্কারের কয়েক মাসের মাথায় গর্ত আর ভাঙ্গাচোরা, দুর্ভোগে সাধারণ মানুষ
আব্দুল করিম পাটওয়ারী সড়ক সংস্কারের পরও ভোগান্তি!

চাঁদপুর শহরের অন্যতম ব্যস্ততম সড়ক মরহুম আব্দুল করিম পাটওয়ারী সড়ক বিপুল বাজেটে সংস্কার করা হয়। দীর্ঘ ভোগান্তির পর সড়কটি সংস্কার করার মাত্র কয়েক মাসের মাথায় সড়কের বিপণীবাগ অংশে কয়েকটি জায়গায় গর্ত হয়ে এবং ভেঙ্গে একাকার হয়ে আছে। সড়কের পৌর সুপার মার্কেটের পূর্ব দিকে সালাম মোক্তারের বাসার সামনের অংশে বড়ো গর্ত হয়ে এবং ভেঙ্গে এবড়োথেবড়ো হয়ে আছে। যানবাহনগুলো এই স্থান পারাপারে খুবই ভোগান্তিতে পড়ছে। বৃষ্টি হলে এসব গর্তে এবং ভাঙ্গা স্থানে পানি জমে চলাচল আরও দুর্বিষহ হয়ে উঠে।
|আরো খবর
এই সড়কটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সঙ্গে সংযুক্ত হওয়ায় প্রতিদিন বিপুল সংখ্যক রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোবাইক, পিকআপ ভ্যানসহ নানা যানবাহন এ সড়ক দিয়ে চলাচল করে থাকে। কিন্তু সড়কটির এই অংশের খুবই খারাপ অবস্থা হওয়ায় গাড়ি খুব ধীরগতিতে থেমে থেমে যেতে হয়। এতে করে এখানে যানজট লেগে যায়। অনেক সময় ছোট ছোট দুর্ঘটনাও ঘটে।
স্থানীয়রা বলেন, মাত্র কয়েক মাস আগে বিপুল বাজেটের মাধ্যমে এই সড়কের সংস্কারের কাজ সম্পন্ন হয়।
ব্যবসায়ী ও স্থানীয়দের অভিযোগ, স্থানীয় কিছু বাসা-বাড়ির পানির লাইনের পাইপ সড়কটি কেটে এ স্থান দিয়ে নেয়ার কারণে এমনটা হয়েছে। অনেকে বলছেন, সড়কের কাজ চলাকালীন সময়ে সড়কের মাঝখানে থাকা স্লাবের মুখ কিছুটা উঁচু করে রাখা হয়েছিল। তখন থেকেই যানবাহনের ধাক্কায় ওই অংশ ক্ষতিগ্রস্ত হয়ে বড়ো গর্তের সৃষ্টি হয়েছে। এখন সেটিই জনভোগান্তির বড়ো রূপ নিয়েছে। তারা মনে করেন, কাজের শুরুর দিকেই যদি স্লাবের মুখ সমান করে দেয়া হতো, তবে এ সমস্যার সৃষ্টি হতো না।
তারা দ্রুত এ অংশের টেকসই সংস্কার কাজ সম্পন্ন করার জন্যে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
স্থানীয়দের মতে, সড়কটির গুরুত্ব বিবেচনায় মেরামতে গড়িমসি নয়, বরং দ্রুত কাজ সম্পন্ন করা প্রয়োজন।
ডিসিকে/এমজেডএইচ