প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ২২:৫২
গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে ফরিদগঞ্জে নিউ আইডিয়াল ইন্টা. স্কুল এন্ড মাদ্রাসার বিক্ষোভ

গাজায় মুসলিমদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল ২০২৫) সকালে ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ নিউ আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসার ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয় বিদ্যালয়ের খুদে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও স্থানীয় মুসলিম জনতা।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাসী গোষ্ঠী ইসরায়েল সাধারণ ফিলিস্তিনি নাগরিকদের যেভাবে হত্যা করছে তা মানবতাবিরোধী। ফিলিস্তিনের জনগণকে তাদের এলাকা থেকে তাড়ানো হচ্ছে। ইসরায়েল এ অঞ্চলে বহিরাগত এবং যাযাবর গোষ্ঠী। বক্তারা অবিলম্বে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন এবং হামলা বন্ধে জাতিসংঘের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন লতিফগঞ্জ মাদ্রাসার সহকারী অধ্যাপক ও সাংবাদিক মহিউদ্দিন, সাংবাদিক এমরান হোসেন লিটন, নিউ আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষক মো. শাখাওয়াত হোসেন মিন্টু, পরিচালক সদস্য জুয়েল হোসেন, মাওলানা মুজাম্মেল হক, শিক্ষক হাফেজ নাইমুল ইসলাম, হাফেজ কাউছার আহমেদ, ক্বারী ইয়াছিন পাটওয়ারীসহ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় তৌহিদি জনতা।