সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ১৭:৪৫

ভূঁইয়ারা উবিতে বার্ষিক মিলাদ ও দোয়া

ভূঁইয়ারা উবিতে বার্ষিক মিলাদ ও দোয়া
মো. নাছির উদ্দিন

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে । সোমবার (৭ এপ্রিল ২০২৫) সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ মিলাদ ও দোয়ার মাহফিলে

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র এলাকার প্রখ্যাত আলেম দহুলিয়া শাজুলিয়া দরবার শরীফের পীর সাহেব মাও. শাহ মোহাম্মদ রুহুল্লাহ শাজুলি।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীরা ভালোভাবে পড়াশোনা করে প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবে । পরীক্ষার হলে কোনো প্রকার অনৈতিক সুবিধার সুযোগ নেই। তোমাদের সাফল্য অত্র প্রতিষ্ঠান ও অভিভাবকদের সুনাম বয়ে আনবে। তাই সবাই ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবে।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাহিদ ইসলাম, পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, জাকির উল্লাহ শাজুলিসহ প্রমুখ ।

বিদায়কে কেন্দ্র করে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে আবেগঘন মুহূর্ত তৈরি হয়েছে। মিলাদ ও দোয়া শেষে শিক্ষার্থীদের সফলতার জন্যে বিশেষ দোয়া করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়