প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ১৩:৩৬
ফিলিস্তিনে ইসরায়েলিদের নৃশংস হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে উত্তাল চাঁদপুর

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলী বাহিনী কর্তৃক নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চাঁদপুরের স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (৭ এপ্রিল ২০২৫) সকাল ১১টায় হাসান আলী হাই স্কুল মাঠে শিক্ষার্থীরা জড়ো হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কে মানববন্ধন ও পরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন। বিক্ষোভ মিছিলটি হাসান আলী মাঠ থেকে বাস স্ট্যান্ড অভিমুখী সড়ক হয়ে চাঁদপুর শহরের শপথ চত্বর বাইতুল আমিন জামে মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। কর্মসূচিতে বিভিন্ন স্তরের বিভিন্ন শ্রেণী-পেশার মুসলমানগণ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি দখলদার বাহিনীর দ্রুত হামলা বন্ধের দাবি জানান। এছাড়াও বিশ্ব মানবতার এই দুর্দিনে সবাইকে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি জোর দাবি জানান ।
জেলার বিভিন্ন উপজেলাতেও বিক্ষোভ হয়েছে। সাধারণ শিক্ষার্থী ছাড়াও সর্বস্তরের জনতা এবং বিভিন্ন ইসলামী সংগঠনের ব্যানারে পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।