প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ২২:০৫
মতলবে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

মতলব দক্ষিণে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা সোমবার (৭ এপ্রিল ২০২৫) মতলব সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব আফজালুর রহমান রিয়েল ।
কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আশরাফুর রহমান বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মতলব পৌরসভার প্যানেল মেয়র মো. শাহ গিয়াস, মতলব সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক আইনুন নাহার কাদরী প্রমুখ।
এ সময় সাবেক নৌবাহিনীর কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) মো. কায়েস প্রধান, বিএনপি নেতা আমির হোসেন খান, ভোলানাথ সাহা, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইদুল ইসলাম শিপলু, ৬নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, পৌর যুবদল নেতা আবু বকর সিদ্দিক রোমান উপস্থিত ছিলেন।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মো. জামাল হোসেন। ধারাবিবরণীতে ছিলেন ফয়সাল আহম্মেদ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক বিল্লাল হোসেন প্রধান ও সদস্য সচিব ফয়সাল খন্দকার।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন ২০২৩ ব্যাচ বনাম ২০২২ ব্যাচ। খেলায় ১-০ গোলে ব্যাচ ২০২৩ জয়লাভ করে। প্রথম পুরস্কার একটি ফ্রিজ ও রানার্স আপ পুরস্কার এলইডি টিভি। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।