সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ১৩:২৪

আমিরাবাদ গোলাম কিবরিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

অনলাইন ডেস্ক
আমিরাবাদ গোলাম কিবরিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের আমিরাবাদ গোলাম কিবরিয়া (জিকে স্কুল) উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (৭ এপ্রিল ২০২৫) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফাতেমা-জাবেদ জামে মসজিদের খতিব মাও. মো. আনোয়ার হোসেন। মোনাজাতে তিনি শিক্ষার্থীদের সফলতা, সুস্থতা, নিরাপত্তা এবং আগামী পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্যে দোয়া করেন। এছাড়া বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, দেশ ও জাতির মঙ্গল এবং ফিলিস্তিনসহ সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন। মোনাজাতের পূর্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন বেপারী, সহকারী শিক্ষক মো. কামরুল ইসলাম ও মিয়া বাড়ি জামে মসজিদের খতিব মাও. মো. আবদুর রহমান গাজী। পবিত্র কোরআন তেলাওয়াত করেন গাউছিয়া জামে মসজিদের খতিব মাও. আবু-সুফিয়ান। মিলাদ-কিয়াম পরিচালনা করেন পশ্চিম মনোহরখাদী জামে মসজিদের খতিব হাফেজ মাও. ইমাম হোসেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে বার্ষিক মিলাদ মাহফিলের সূচনা হয়। এরপর মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ এবং শিক্ষার্থীদের নৈতিক ও আত্মিক উন্নয়নের গুরুত্ব নিয়ে আলোচনায় বক্তারা গুরুত্বারোপ করেন। মিলাদ মাহফিলের সময় বিদ্যালয় প্রাঙ্গণে এক ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা গভীর শ্রদ্ধা ও একাগ্রতার সঙ্গে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন। পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং মিলাদ মাহফিলের তবররুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

|আরো খবর

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়