মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ০৪:২৯

শ্রীনগরে বাঘরা তালুকদার বাড়ির সড়কে বেহাল দশা, ঝুঁকি নিয়ে চলাচল

আব্দুল মান্নান সিদ্দিকী
শ্রীনগরে বাঘরা তালুকদার বাড়ির সড়কে বেহাল দশা, ঝুঁকি নিয়ে চলাচল

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-দোহার সড়কের পাশে অবস্থিত বাঘরা তালুকদার বাড়ির মোড়ে রাস্তা সংস্কারের অভাবে চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা। তালুকদার বাড়ির মোড়ের ঢাল থেকে বাঘরা বাজার পর্যন্ত ইটের বিছানো রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ইট সরে যাওয়ায় এটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে তালুকদার বাড়ির মোড়ে রাস্তার দুই পাশে ভাঙন সৃষ্টি হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙা রাস্তার কারণে রিকশা ও অটোরিকশাচালকরা বাঘরা বাজার থেকে তালুকদার বাড়ি মোড় পর্যন্ত যেতে অনীহা প্রকাশ করছেন। কেউ যেতে রাজি হলেও যাত্রীদের কাছ থেকে দুই থেকে তিনগুণ বেশি ভাড়া আদায় করছেন। এতে যাত্রী ও চালকদের মধ্যে প্রায়ই বাকবিতণ্ডা ও ঝগড়া সৃষ্টি হচ্ছে।

এই রাস্তাটি ঢাকা-দোহার সড়কের পাশে হওয়ায় প্রতিদিন শত শত যাত্রী বাস থেকে নেমে হেঁটে তাদের গন্তব্যে পৌঁছাতে এই পথ ব্যবহার করেন। এছাড়াও, রাস্তাটির পাশেই রয়েছে বাঘরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঐতিহ্যবাহী মধ্য বাঘরা আল হেরা আইডিয়াল মাদ্রাসা। প্রতিদিন এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত কোমলমতি শিক্ষার্থী এই ভাঙা রাস্তা দিয়েই চলাচল করে। যাত্রীদের সুবিধা ও সময় বাঁচাতে রিকশা, অটোরিকশা ও প্রাইভেট কারও এই রাস্তা ব্যবহার করে থাকে।

তালুকদার বাড়ির মোড়ে রাস্তার দুই পাশ ভেঙে যাওয়ায় এবং ইটের স্তূপ এলোমেলোভাবে ছড়িয়ে থাকায় প্রায়শই রিকশা ও অটোরিকশা উল্টে গিয়ে যাত্রীরা আহত হচ্ছেন। ভুক্তভোগীরা জানিয়েছেন, এই অনুপযোগী রাস্তা দিয়ে চলাচল করা পথচারী ও রিকশা-অটোরিকশা যাত্রীদের জন্য জীবন ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। রাস্তাটি দ্রুত সংস্কার করা না হলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। এমনকি যাত্রীদের জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না স্থানীয়রা।

সামনে ঝড়-বর্ষার দিন। তাই ঝড়-বৃষ্টি শুরুর আগেই রাস্তাটি জরুরি ভিত্তিতে সংস্কার করার জন্য ভুক্তভোগী এলাকাবাসী ও শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়