মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ২১:৪৯

গাজায় গণহত্যার প্রতিবাদে হেফাজতে ইসলামের বিক্ষোভ

গাজায় গণহত্যার প্রতিবাদে  হেফাজতে ইসলামের বিক্ষোভ
অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের গাজায় অব্যাহত ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এবং বিশ্বব্যাপী আহূত হরতাল ও বিক্ষোভের সাথে একাত্মতা পোষণ করে সোমবার (৭ এপ্রিল ২০২৫) চাঁদপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।

বাইতুল আমিন শপথ চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সংগঠনের জেলা সভাপতি মাও. লিয়াকত হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি মুফতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান, উপদেষ্টা ডা. বোরহান উদ্দীন সিদ্দিকী, জয়েন্ট সেক্রেটারি মাও. হাবীবুর রহমান, মাও. আবুল কালাম আযাদ। মুফতি নুরে আলমের পরিচালনায় বক্তব্য রাখেন মাও. তারেক, ফারুক মুহাম্মদ নোয়াইম, মাও. আশেকে এলাহী, মাও. ওবায়েদ উল্লাহ, মাও. আবু হুরায়রা, মাও. মাহমুদুল হাসান, মাও. সুলতান, মুফতি শাহাদাত কাসেমী, মাও. মোশাররফ, মাও. শাহেদুল ইসলাম, মাও. ফজলুল করীম প্রমুখ। এতে অংশগ্রহণ করেন হেফাজতের স্থানীয় শীর্ষ আলেম-ওলামা, মাদরাসা শিক্ষক, ছাত্র এবং ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ।

বক্তারা বলেন, ইসরায়েলি বর্বরতা আজ সমস্ত মানবতার সীমা অতিক্রম করেছে। শিশু, নারী, বয়স্ক কেউই রক্ষা পাচ্ছে না এই হত্যাযজ্ঞ থেকে। অথচ বিশ্ব মোড়লরা নীরব দর্শক হয়ে আছে। মুসলিম উম্মাহর উচিত এখনই ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পক্ষ নেয়া। সমাবেশে মুসলিম রাষ্ট্রসমূহের প্রতি আহ্বান জানান

ইসরায়েলের সঙ্গে সকল ধরনের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে গাজার জনগণের পাশে দাঁড়ানোর জন্যে। একই সাথে বাংলাদেশ সরকারকেও কূটনৈতিকভাবে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে অবস্থান নেয়ার দাবি জানান।

সমাবেশ শেষে শহীদ ফিলিস্তিনিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়