সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০০:০০

চাঁদপুর কণ্ঠ একটি সামাজিক প্রতিষ্ঠান
হাসান আলী

চাঁদপুর জেলায় সংবাদপত্র ও সাংবাদিকতায় দৈনিক চাঁদপুর কণ্ঠের ত্রিশ বছরে পদার্পণ একটি ঐতিহাসিক মাইলফলক। চাঁদপুরের প্রথম দৈনিক হিসেবে আত্মপ্রকাশের মাধ্যমে মানুষের মন জয় করেছে অনায়াসে। পত্রিকাটি শুরু থেকেই পেশাদারি মনোভাব নিয়ে কাজে নামে। চাঁদপুর কণ্ঠ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে চাঁদপুরবাসীর কাছে মর্যাদার আসনে আসীন।

সকাল বেলা চাঁদপুর কণ্ঠ হাতে নিয়ে তৃপ্ত হওয়া মানুষের কাছে এর আবেদন ফুরিয়ে যায়নি। ইতিমধ্যে চাঁদপুর কণ্ঠ প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়ে গেছে। সামাজিক বেশ কিছু কাজ চাঁদপুর কণ্ঠের হাত ধরে যাত্রা শুরু করেছে। যুক্তিনির্ভর, ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতাকে পুরো জেলায় জনপ্রিয় করার কার্যকর উদ্যোগ নেয়া হয়েছে। ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থার পূর্ব শর্ত হলো জবাবদিহিতা। বিতর্ক জবাবদিহিতা নিশ্চিত করার সবচেয়ে বড় হাতিয়ার। বিতর্কে একপক্ষ আরেক পক্ষকে যুক্তি-তর্ক, শালীন কথাবার্তায় পরাস্ত করার চেষ্টা করে। এতে করে সাধারণ মানুষের মধ্যে যৌক্তিক আচরণের প্রতিফলন ঘটে। পরিকল্পিতভাবে আর কোনো জেলায় বিতর্ক প্রতিযোগিতা এতোখানি প্রসার লাভ করে নি। ব্যক্তিগত পর্যায়ে একজন বিতার্কিক আত্মবিশ্বাসী হয়ে কর্মক্ষেত্রে সফল হবার সম্ভাবনা অধিক। চাঁদপুর কণ্ঠ ছাত্র-ছাত্রীদের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দিয়ে জাতি গঠনে ভূমিকা পালন করেছে।

বাংলাদেশে ইত্তেফাক যেমন সংবাদপত্রের জগতে প্রতিষ্ঠান হিসেবে বিশেষ মর্যাদা পায়, তেমনি চাঁদপুর কণ্ঠ প্রতিষ্ঠান হিসেবে বিশেষ মর্যাদা লাভের দাবিদার। এই প্রতিষ্ঠান অনেক নামকরা সাংবাদিক, কবি, লেখক, সংগঠক, সাহিত্যিক সৃষ্টি করেছে। যাঁরা এখন শিল্প সাহিত্য সংস্কৃতির চর্চায় চাঁদপুরকে উজ্জ্বলতা দিচ্ছেন। চাঁদপুরের দৈনিক সাপ্তাহিক পত্রিকার খ্যাতিম্যান সাংবাদিকদের অনেকেরই চাঁদপুর কণ্ঠে হাতে খড়ি হয়েছিল। বাংলাদেশের প্রেক্ষাপটে একটি দৈনিক পত্রিকার ৩০বছর টিকে থাকাই বড় ধরনের অর্জন।

চাঁদপুর কণ্ঠ সেটা অর্জন করেছে। প্রধান সম্পাদক হিসেবে কাজী শাহাদাতের তিরিশ বছর এটাও একটা বড় অর্জন। গত তিরিশ বছর ধরে চাঁদপুর কণ্ঠ চাঁদপুরবাসীর কণ্ঠ হিসেবে ভূমিকা পালন করেছে। চাঁদপুর কণ্ঠ গণমানুষের কণ্ঠ হয়ে বেঁচে থাকবে অনেক দিন। প্রিয় চাঁদপুর কণ্ঠের জন্যে শুভ কামনা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়