সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ১৫ জুন ২০২৩, ০০:০০

চাঁদপুর কণ্ঠ কার্যত চাঁদপুরবাসীর কণ্ঠে পরিণত হয়েছে
গোলাম কিবরিয়া জীবন

চাঁদপুর কণ্ঠ আগামী ১৭ জুন ২৯তম প্রতিষ্ঠাবাষির্কী পালনকল্পে ৪টি বিশেষ সংখ্যা প্রকাশ করতে যাচ্ছে জেনে ভালো লাগছে। আমি এমন উদ্যোগকে স্বাগত জানাই। সবার প্রতি রইলো আমার আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা ও শুভেচ্ছা।

মনে পড়ে, চাঁদপুর সরকারি কলেজ গেটের সম্মুখে একটি ছোট্ট টিনের ঘরে বসে চাঁদপুর কণ্ঠের নিউজ লিখা, সম্পাদনা ইত্যাদি কার্যক্রম শুরু করেছিলেন জনাব কাজী শাহাদাত সাহেব। তখন তিনি আমার সম্পাদিত 'সাপ্তাহিক চাঁদপুর' পত্রিকায়ও কাজ করছিলেন। সেই কণ্ঠ আজ হাঁটি হাঁটি পা পা করে ৩০ বছরে পদার্পণ করছে। এজন্যে কণ্ঠের সম্পাদক, সাংবাদিকসহ সকল শ্রেণীর কলাকুশলীদের জানাই আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন।

চাঁদপুর কণ্ঠ শুরু থেকেই চাঁদপুর জেলার ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সাহিত্য, ক্রীড়া, সংস্কৃতি ইত্যাদি প্রতিটি বিষয়ে বর্তমান, অতীত, সমস্যা, সম্ভাবনা অতি যত্ন সহকারে সচিত্র আকারে চাঁদপুরবাসীর নিকট উপস্থাপন করে আসছে। আর তাই দীর্ঘ সময়ে চাঁদপুর কণ্ঠ কার্যত চাঁদপুরবাসীর কণ্ঠে পরিণত হয়েছে।

শুধু তাই নয়, চাঁদপুর কণ্ঠ স্কুল, কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের বিতর্ক আন্দোলনে সংশ্লিষ্ট করে সারাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে একটি মডেল রূপে পরিণত হয়েছে। যা অনেকেই এখন অনুসরণ করছে।

বিদেশের মাটিতে বসে চাঁদপুর কণ্ঠকে অনেক মিস করছি। যদিও অনলাইনে পাই, তবুও এখন আর ঘুম থেকে উঠে হকারের দিয়ে যাওয়া পত্রিকাটি দরজার নিচ থেকে হাতে নিয়ে পাঠ করার আনন্দ পাই না।

দৈনিক চাঁদপুর কণ্ঠের আগামী দিনগুলো আরো সুন্দর ও সর্বাঙ্গীণ সফল হোক সেই শুভ কামনা করছি।

লেখক : সাবেক সভাপতি, চাঁদপুর প্রেসক্লাব। বর্তমান অবস্থান : বোস্টন, আমেরিকা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়