বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৭ আগস্ট ২০২২, ০০:০০

চাঁদপুর রোটারী ক্লাবের জাতীয় শোক দিবস পালন

চাঁদপুর রোটারী ক্লাবের জাতীয় শোক দিবস পালন
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

‘শোক হতে শক্তিতে উত্তরণ’ এই আহ্বানকে সামনে রেখে চাঁদপুর রোটারী ক্লাবের উদ্যোগে গত ১৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়। এ উপলক্ষে সকাল সাড়ে আটটায় ক্লাবের সদস্যবৃন্দ রোটারী ভবনে সমবেত হন এবং পরে সকাল নয়টায় চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্প-শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

সকাল দশটায় জাতির পিতাকে শ্রদ্ধা জানিয়ে বাবুরহাট স্কুল ও কলেজ প্রাঙ্গণে ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি সম্পন্ন হয়। এ কর্মসূচি উদ্বোধন করেন বাবুরহাট স্কুল ও কলেজের অধ্যক্ষ মোাশারেফ হোসেন। সবশেষে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূল্যে নিজ নিজ আবাসস্থানের আঙ্গিনায় রোপণের জন্যে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর রোটাঃ অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, অ্যাসিস্ট্যান্ট গভর্নর রোটাঃ নাসির উদ্দিন খান, রোটাঃ পিপি ডাঃ এমজি ফারুক ভূঁইয়া, রোটাঃ অ্যাডঃ পলাশ মজুমদার, রোটাঃ উজ্জ্বল হোসাইন, রোটাঃ রফিকুল ইসলাম, রোটাঃ গোপাল সাহা, রোটাঃ অ্যাডঃ শাহাদাত হোসেন, রোটাঃ মাইনুদ্দিন ও রোটার‌্যাক্টর হিমেল।

ক্লাবের প্রেসিডেন্ট রোটাঃ খোরশেদ আলম পাটোয়ারী কাঞ্চনের সভাপ্রধানে এবং সেক্রেটারী ডাঃ পীযূষ কান্তি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বাবুরহাট স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত আয়োজনে সমন্বয়ক ছিলেন বাবুরহাট স্কুল ও কলেজের শিক্ষক রোটাঃ অধ্যাপক জাকির হোসেন। রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি বাস্তবায়নে চাঁদপুর ভ্যাক্সিন সেন্টার, প্যাথলজি টেকনিশিয়ান সঞ্জীব আচার্য ও ক্লাবের কেয়ারটেকার আবুল কালাম সহযোগিতা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়