শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ১৯:২৫

প্রধান অতিথি ড. সবুর খান

৩০ নভেম্বর চাঁদপুর রোটারী ক্লাবের ৫৪ তম অভিষেক

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
৩০ নভেম্বর চাঁদপুর রোটারী ক্লাবের ৫৪ তম অভিষেক

আগামী ৩০ নভেম্বর শনিবার চাঁদপুর রোটারী ক্লাবের ৫৪তম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় চাঁদপুর রোটারী ভবনের ডা. নূরুর রহমান কনফারেন্স হলে ক্লাবের ২০২৪-২৫ রোটারী বর্ষের বোর্ড অব ডিরেক্টর্সের সদস্যরা আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত হবেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ফ্যামিলির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান। চাঁদপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রোটারী ডিস্ট্রিক্টের সিনিয়র রোটারিয়ানবৃন্দ, বিভিন্ন রোটারী ক্লাবের প্রেসিডেন্ট-সেক্রেটারীসহ রোটারিয়ান, রোটারী অ্যানস্, রোটার‌্যাক্টর, ইন্টার‌্যাক্টর ও অতিথিবৃন্দ অনুষ্ঠানে অংশ নেবেন।

চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি ও অভিষেক কমিটির চেয়ারম্যান রোটা. কাজী শাহাদাত, বর্তমান প্রেসিডেন্ট রোটা. অ্যাড. মো. নজরুল ইসলাম ও সেক্রেটারী রোটা. মাহবুবুর রহমান সুমন আমন্ত্রিতদের যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, ১৯৭০ সালের ২০ নভেম্বর চাঁদপুর রোটারী ক্লাবের শুভ সূচনা হয়। চাঁদপুর রোটারী ক্লাবের প্রতিষ্ঠার মাধ্যমে চাঁদপুর শহর তথা এ অঞ্চলে রোটারীর পথচলা শুরু হয়েছিলো। ইতোমধ্যে চাঁদপুর রোটারী ক্লাব চাঁদপুর জেলাসহ পার্শ্ববর্তী জেলায় নানা সেবামূলক কাজের মাধ্যমে রোটারী অঙ্গনে একটি বিশেষ স্থান দখল করেছে। চাঁদপুর রোটারী ক্লাবের ৫৪তম অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথি স্বপ্নবাজদের আইকন ড. মো. সবুর খান চাঁদপুরের কৃতী সন্তান। তাঁর সহধর্মিণী সাহানা খান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। তাঁদের ২ মেয়ে ও ১ ছেলে। বড়ো মেয়ে সামিহা খান ও ছোট মেয়ে ফারিহা খান, একমাত্র ছেলে অকিব খান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়