প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্য পুস্তক বিতরণ
দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় চাঁদপুর শহরস্থ ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়েও বিনামূল্যে সরকারি পাঠ্য পুস্তক বিতরণ করা হয়েছে। ১ জানুয়ারি সোমবার উৎসবমুখর পরিবেশে সকাল ১১ টায় শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ধ্রুবরাজ বণিক, চাঁদপুর কণ্ঠের চীফ রিপোর্টার বিমল চৌধুরীসহ শিক্ষক, শিক্ষিকাগণ। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাকছুদুল মাওলা, আবু নাসের মোঃ পারভেজ, পুতুল রাণী দেবী, মোহছেনা আক্তার, সুব্রত রায়, প্রিয়াংকা সরকার, ফারজানা আক্তার উপস্থিত ছিলেন। ইংরেজি বছরের প্রথমদিনে বিনামূল্যে পাঠ্যপুস্তক হাতে পেয়ে শিক্ষার্থীসহ অভিভাবকদের মাঝেও খুশির আমেজ পরিলক্ষিত হয়। তারা পাঠ্যপুস্তক হাতে পেয়ে খুশিমনে বাড়ি ফিরে।