প্রকাশ : ০৮ এপ্রিল ২০২২, ০০:০০
শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি, চাঁদপুর প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক প্রবীণ সাংবাদিক জাকির হোসেন খানের আত্মার শান্তি কামনা করে সাংবাদিকদের উদ্যোগে কোরআন খতম, মিলাদ মাহফিল ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ এপ্রিল বৃহস্পতিবার হযরত শাহরাস্তি বোগদাদী এতিমখানায় এ কর্মসূচি পালন করা হয়। এতে সাংবাদিক নেতৃবৃন্দ এতিমদের সাথে ইফতার মাহফিলে শরিক হন। শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি, সহকারী অধ্যাপক, সূচিপাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোঃ আবুল কালাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, সহ-সম্পাদক ফয়েজ আহমেদ, আমরুজ্জামান সবুজ, সহ-সাংগঠনিক সম্পাদক নোমান হোসেন আখন্দ, অর্থ সম্পাদক মোঃ জামাল হোসেন, প্রচার সম্পাদক মহিউদ্দিন, সম্মানিত সদস্য কামরুজ্জামান সেন্টু, সাংবাদিক হাসানুজ্জামান, জসিম উদ্দিন, আহসান হাবীব প্রমুখ উক্ত ইফতার মাহফিলে অংশ নেন। এতে সাংবাদিক জাকির হোসেন খানের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।