প্রকাশ : ২২ মার্চ ২০২২, ০০:০০
মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও মোহনপুর পর্যটন লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী কাজী মিজানুর রহমান। মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রধানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়ের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য রাধে শ্যাম সাহা চান্দু। আরো বক্তব্য রাখেন মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফজলুল হক সরকার, মোহনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন মৃধা, মতলব উত্তর উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, মোহনপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার, ইউনিয়ন যুবলীগ নেতা মতিউর রহমান, যুবলীগ নেতা নূরে আলম, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মতিন প্রমুখ।