শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ মার্চ ২০২২, ০০:০০

বঙ্গবন্ধুর জন্মদিন পালনে হাইমচর যুবলীগ
মোঃ সাজ্জাদ হোসেন রনি ॥

হাইমচরে কেক কেটে আনন্দ-উল্লাস, দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলার অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন। দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখে দিয়ে সন্ত্রাস-নাশকতা-জঙ্গিবাদ ও ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের দৃপ্ত শপথে হাইমচর উপজেলা যুবলীগ এ জন্মদিন পালন করে।

বৃহস্পতিবার ১৭ মার্চ বিকেলে সাংগঠনিক কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারীর সভাপতিত্বে ও উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মুজিবুল্লাহ মানিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মতিন মুন্সি, জুয়েল মৃধা, ৩নং দক্ষিণ ইউনিয়ন যুবলীগ নেতা হাজী দেলওয়ার হোসেন সুমন প্রমুখ।

সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর হোসেন বেপারী বলেন, যারা বঙ্গবন্ধুর জন্মদিন পালন করে না, তারা বঙ্গবন্ধুকে নয়, বরং বাংলাদেশকে অস্বীকার করে। তাই জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে আমরা কেক কাটা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছি।

তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মদিনে আমাদের শপথ, যারা সাম্প্রদায়িক রাজনীতি করছে, দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত এবং যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদেরকে নির্মূল করে দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আফজাল হোসেন রাজু, সালমান মানিক, সুমন সিকদার, সুমন গাজী, বুলবুল, শাকিল সর্দারসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগে র শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়