শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ মার্চ ২০২২, ০০:০০

কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৬-এর সভাপতির মায়ের ঈছালে ছওয়াব
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং অঞ্চল-৬-এর সভাপতি কলামিস্ট এএসএম শফিকুর রহমানের মা ফাতেমা খাতুন (৯৫)-এর ঈছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ মার্চ) বাদ জোহর হাইমচর মডেল মসজিদে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে কোরআন খতম ও কবর জিয়ারত করেন স্থানীয় ওলামায়ে কেরাম।

ঈছালে ছওয়াব মাহফিলে দোয়া-মোনাজাত করেন জেলা ইমামণ্ডমুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী। মিলাদণ্ডক্বিয়াম পরিচালনা করেন হাইমচর মডেল মসজিদের ইমাম মাওলানা ইব্রাহিম খলিল। মোনাজাতের পৃর্বে এএসএম শফিকুর রহমান মায়ের জন্যে দোয়া চেয়ে বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডিপুটি কমান্ডার হাফিজ আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে উপস্থিত সকলের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়।

উল্লেখ্য, ফাতেমা খাতুন ২০২২ সালের ২৩ জানুয়ারি ইন্তেকাল করেছেন। তাকে হাইমচর উত্তর আলগী পাটওয়ারী বাড়িতে স্বামীর পাশেই কবরস্থ করা হয়। ফাতেমা খাতুন জীবদ্দশায় তার স্বামী মরহুম আলহাজ আবদুর রশিদ পাটওয়ারী ১৯৯৪ সালে ইন্তেকাল করেছেন। তার দ্বিতীয় ছেলে মুক্তিযোদ্ধা একেএম মুজিবুর রহমান স্বপন (উপ-ব্যবস্থাপনা পরিচালক, অগ্রণী ব্যাংক) এবং ছোট ছেলে এজেডএম মাহবুবুর রশিদ সবুজ ইন্তেকাল করেছেন। বর্তমানে সন্তানদের মধ্যে বেঁচে আছেন বড় ছেলে এএসএম শফিকুর রহমান (পানি উন্নয়ন বোর্ডের সাবেক হিসাবরক্ষক) ও মেজো ছেলে শামসুল আরেফিন বাদল (ঠিকাদার)। একমাত্র কন্যা সাবেরা নার্গিস গৃহিণী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়