প্রকাশ : ২১ মার্চ ২০২২, ০০:০০
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের জন্য জাতীয় কর্মসূচির সাথে মিল রেখে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজ বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, ‘আমাদের জাতির জনক বঙ্গবন্ধু’ বিষয়ের উপর রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, সঙ্গীত প্রতিযোগিতা, মাস্ক বিতরণ, চিত্রাঙ্কন এবং স্বাধীনতা ও বঙ্গবন্ধুর উপর কুইজ প্রতিযোগিতা।
উল্লেখ্য, সরকার আগামী ৩১ মার্চ পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানের মেয়াদ বৃদ্ধি করায় অনুষ্ঠানের কার্যক্রম সেভাবেই গ্রহণ করা হয়।
গত ১৭ মার্চ সকাল ১০টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনের সভাপ্রধানে এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুক্তার আহাম্মদের সঞ্চালনায় গভর্নিং বডির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা হয়।
পরে সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন করা হয়। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কলেজের সহকারী অধ্যাপক রণজিৎ বসু, মোঃ সাইফুল ইসলাম, প্রভাষক কুলসুম আক্তার ও কাউসার মিয়া।
এরপর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো মোসলেহ উদ্দিন, সহকারী অধ্যাপক ড. আফম সাইফুর রহমান ভূঁইয়া, কলেজ গভর্নিং বডির সদস্য মোঃ জাহাঙ্গীর আলম খন্দকার, মোঃ রাসেল প্রধান ও মোঃ মানিক সরকার।
পরে অতিথিবৃন্দ রচনা, কবিতা আবৃত্তি, সঙ্গীত প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উম্মে শেফা। গীতা পাঠ করেন সেতু বণিক । অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।