রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২১, ০০:০০

পূর্ব হানিরপাড় যুব সংঘ
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়নে পূর্ব হানিরপাড় যুবসংঘের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাকান্দা ইউপি চেয়ারম্যান ছোবহান সরকার সুভা। তিনি বলেন, স্বাধীনতার ৫০তম বিজয়বার্ষিকীতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ত্রিশ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা ও দুই লক্ষ মা-বোনদের, যাদের সম্ভ্রমের বিনিময় এ মহান স্বাধীনতা অর্জন করেছি। তিনি বলেন, এর মধ্যে আমরা অর্থনৈতিক ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি অর্জন করেছি এবং অর্থনৈতিক মুক্তির পথে রয়েছি। বিশেষ করে বিগত ১০ বছরে আমরা উন্নয়নের মহাসড়কে প্রবেশ করেছি।

তিনি আরো বলেন, আজকের বিজয়ের এই দিনে স্বাধীনতা বিরোধী সকল অপশক্তিকে প্রতিহত করে অসাম্প্রদায়িক, মুক্তিযুদ্ধের চেতনাবহ সমৃদ্ধ সোনার বাংলা গড়তে আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।

ইউপি সদস্য অলিউল্ল্যাহ দর্জির সভাপতিত্বে ও উদ্যোক্তা আঃ বাতেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, ইউপি সচিব শ্যামল কুমার দাস, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি বাবুল সরকার, যুবলীগ নেতা খোরশেদ আলম, উপজেলা ছাত্রলীগ নেতা অলি উল্লাহ, নব-নির্বাচিত ইউপি সদস্য মেহেদী হাসান, কবির হোসেন, মোঃ মানছুর আলম, আবুল বাসার, মাকসুদুর রহমান ও আঃ ছাত্তার বেপারী। সবশেষে মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুর পরিবারের সবার জন্য দোয়া ও মোনাজাতের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়