প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ২০:০৯
মতলবে চুরি হওয়া মালামাল জব্দ করেছে এলাকাবাসী
সালিসে ৩০ হাজার টাকা জরিমানা
মতলব পৌর এলাকার চরনিলক্ষ্মী গ্রামের চুরি হওয়া মালামাল জব্দ করেছে এলাকাবাসী। এ বিষয়ে বুধবার (১৫ জানুয়ারি ২০২৫) এলাকাবাসীকে নিয়ে সালিস হয়। সালিসে চরনিলক্ষ্মী এলাকার বাসিন্দা দোকানদার বশিরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
|আরো খবর
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন যাবত এলাকায় রাউটার, মোটর, লাইট, ফ্যানসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস চুরির হিড়িক চলছে। এ নিয়ে এলাকায় জল্পনা-কল্পনা চলছে। পরে এলাকাবাসীর প্রচেষ্টায় স্থানীয় দোকানদার বশিরের কাছ থেকে চুরি হওয়া একটি রাউটার ও বেশ ক'টি মালামাল উদ্ধার করা হয়। পরে এ নিয়ে এলাকায় সালিস হয়। সালিসে চোর শনাক্ত হওয়ার পর তিন চোরকে ৩ হাজার টাকা করে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। আর চোরাই মালামাল দোকানদার বশিরের দোকান থেকে উদ্ধার হওয়ায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
মতলব পৌর ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনিছুর রহমান জানান, এমন ঘটনা শুনেছি। এ নিয়ে এলাকায় বিচার-সালিস হয়েছে।
স্থানীয় বাসিন্দা মাইন উদ্দিন জানান, এ নিয়ে এলাকায় বিচার-সালিস হয়েছে। দোকানদার বশির দীর্ঘদিন যাবত চোরাই মালামাল ক্রয় করছে বলে চোরেরা চুরি করে তার কাছে এগুলো কম দামে বিক্রি করে আসছিলো।এ বিষয়ে অভিযুক্ত দোকানদার বশির জানান, একটি ছেলে আমার কাছে একটি রাউটার রেখে আমার কাছ থেকে একশ' টাকা নিয়েছে। অন্যদিন লিটার তেল বিক্রি করেছে। এর বেশি কিছু আমি কিনি নি।