প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ২০:০৪
ফরিদগঞ্জে ফারিসার নয়া কমিটি
সভাপতি মোতাহার হোসেন সম্পাদক মহেশ শর্মা
ফরিদগঞ্জ আবিদুর রেজা মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ফারিসার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি ২০২৫) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে এই কমিটি ঘোষণা করেন মোতাহার হোসেন পাটওয়ারীর পক্ষে মহেশ শর্মা।
কমিটি ঘোষণার পূর্বে সংগঠন সম্পর্কে অবহিত করেন প্রধান সমন্বয়কারী সিনিয়র সাংবাদিক ও প্রখ্যাত শিশু সংগঠক ফরিদ আহমেদ রিপন ও নতুন কমিটির সাধারণ সম্পাদক মহেশ শর্মা। সভাপতির বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মোতাহার হোসেন পাটওয়ারী সিআইপি। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান। ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ছাড়াও উপদেষ্টা পরিষদও রয়েছে। এছাড়া বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রতিটি ব্যাচের দুজন করে প্রাক্তন ছাত্র কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবেন। ভবিষ্যতে সংগঠনকে আরো এগিয়ে নিতে প্রতিটি ব্যাচের আলাদা কমিটি গঠনে সহায়তা করা হবে বলে ফারিসার নয়া সাধারণ সম্পাদক মহেশ শর্মা নিশ্চিত করেছেন।