প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ১৯:৩৯
হাজীগঞ্জ ও মতলব উপজেলায় শিক্ষা বৃত্তি দিলো কাজী মফিজুল ইসলাম কল্যাণ ট্রাস্ট
হাজীগঞ্জ ও মতলব উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৬৪ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি ২০২৪ প্রদান করেছে হাজীগঞ্জের কাজী মফিজুল ইসলাম কল্যাণ ট্রাস্ট। হাজীগঞ্জের মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক অনাড়ম্বর অনুষ্ঠানে মধ্য দিয়ে শনিবার (১৮ জানুয়ারী ২০২৫) বৃত্তিপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়। অধিক মেধাবীদেরকে নগদ টাকার বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কাজী মফিজুল ইসলাম কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান, যুক্তরাজ্যের ব্যবসায়ী ও মরহুম কাজী মফিজুল ইসলামের বড়ো সন্তান কাজী জহিরুল ইসলাম জুয়েল।
হাজীগঞ্জের রাজারগাঁও ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম কাজী মফিজুল ইসলামের নামে প্রতিষ্ঠিত উক্ত ট্রাস্টের অধীনে পরিচালিত শিক্ষা বৃত্তি ২০২৪ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মরহুমের কন্যা, চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তা ও অ্যাডভোকেট ফারজানা রোজী।
অনুষ্ঠানের সভাপতি দেলোয়ার হোসেন দুলুর সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিজুর রহমান, চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইদুজ্জামান, হাজীগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আনিসুর রহমান, কাজী মফিজুল ইসলাম কল্যাণ ট্রাস্টের আহ্বায়ক ও নারায়ণগঞ্জের আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এস এম জয়নাল আবেদীন, ট্রাস্টের সদস্য সচিব কাজী মাসুদুর রহমান, উপদেষ্টা মণ্ডলীর সদস্য কাজী মিজানুর রহমান, মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালযের সাবেক প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ আলম খান, রামরা সপ্রাবির সহকারী শিক্ষক আক্তার হোসেন প্রধানীয়া ও ট্রাস্টের সদস্য ইব্রাহিম কাজী মামুন।
প্রভাষক সাবের হোসাইনের সঞ্চালনায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নসিবুল্লা, মৌমিতা রায়, উম্মে হানি, নাফিজা প্রমুখ। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ, শিক্ষকগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ট্রাস্টের অন্য সকল কর্মকর্তা ও সদস্যগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে চালু হওয়া উক্ত ট্রাস্ট থেকে ২০২৪ শিক্ষাবর্ষে বৃত্তি কার্যক্রম চালু করা হয়। হাজীগঞ্জ ও মতলব উপজেলার ৬৫টি বিদ্যালয়ের ৫ম ও ৮ম শ্রেণীর ৩৫০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে হাজীগঞ্জ উপজেলা থেকে ৩২ ও মতলব উপজেলা থেকে ৩২ জন মিলিয়ে মোট ৬৪ জনকে মেধাবৃত্তি প্রদান করা হয়। কাজী মফিজুল ইসলাম কল্যাণ ট্রাস্টটি এককভাবে পরিচালনা করছেন রাজারগাঁও উত্তর ইউনিয়ন পরিষদের দুবারের নির্বাচিত ও রাজারগাঁও ইউনিয়ন পরিষদের প্রতিষ্ঠাতা চেযারম্যান মরহুম কাজী মফিজুল ইসলামের পরিবারবর্গ।