প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ২০:২৪
বরিশালে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যের স্ত্রী নিহত, আহত সদস্য ও শিশু সিএমএইচে
বরিশালের সড়কে মৃত্যুর ডাক
বরিশাল সেনানিবাসের ল্যান্স করপোরাল মো. বুলবুল আহমেদ তার পরিবারসহ মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন তার স্ত্রী, আর গুরুতর আহত অবস্থায় ল্যান্স করপোরাল এবং তার শিশুপুত্রকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকার সিএমএইচে পাঠানো হয়েছে।
|আরো খবর
শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বরিশাল সেনানিবাসের এমপি গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে শনিবার সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘটনার বিবরণ: আইএসপিআর জানায়, বরিশাল সেনানিবাসে কর্মরত ল্যান্স করপোরাল মো. বুলবুল আহমেদ তার স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে মোটরসাইকেলে যাত্রা করছিলেন। এ সময় সাকুরা পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন তার স্ত্রী। দুর্ঘটনায় ল্যান্স করপোরাল এবং তার ছেলেও গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই সেনা সদস্য ও তার শিশুকে বরিশাল থেকে আর্মি এভিয়েশন হেলিকপ্টারে ঢাকার সিএমএইচে নেওয়া হয়। বর্তমানে তাদের চিকিৎসা চলছে এবং তাদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে।
আইনি প্রক্রিয়া শুরু: দুর্ঘটনার জন্য দায়ী সাকুরা পরিবহনের বাসটি আটক করা হয়েছে। তবে বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সেনাবাহিনীর প্রতিক্রিয়া: দুর্ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং সেনাবাহিনী এ বিষয়ে গভীর শোক প্রকাশ করেছে। আইএসপিআর জানিয়েছে, দুর্ঘটনার তদন্তের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই মর্মান্তিক দুর্ঘটনা স্থানীয় এলাকায় শোকের ছায়া ফেলেছে। পরিবার ও সহকর্মীরা নিহতের আত্মার শান্তি কামনা করছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
ডিসিকে/এমজেডএইচ