প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ০১:১১
পুলিশ পরিচয়ে ছিনতাই: কুষ্টিয়ায় ছাত্রলীগের সাবেক নেতা অস্ত্রসহ আটক
কে ছিল এই পুলিশ? কুষ্টিয়ায় চাঞ্চল্যকর ঘটনা!
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পুলিশের পরিচয় দিয়ে ছিনতাইয়ের সময় দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেল চারটার দিকে ভেড়ামারা-প্রাগপুর সড়কের হাওয়াখালি এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন এবং একটি চাকু জব্দ করা হয়।
আটককৃতদের পরিচয়: আটককৃতদের একজন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাহিরমাদী এলাকার রজব সরকার। তিনি মথুরাপুর পিপলস ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি। অন্যজন তাঁর সহযোগী, একই এলাকার দুর্জয়।
ঘটনার বিবরণ: থানা সূত্রে জানা যায়, পাবনার কাশীনাথপুর এলাকার ছাগল ব্যবসায়ী জহুরুল ও ঈশ্বরদীর শেখপাড়ার মিন্টু দৌলতপুর থেকে ভেড়ামারায় যাচ্ছিলেন। হাওয়াখালি এলাকায় পৌঁছালে রজব সরকার ও দুর্জয় পুলিশের পরিচয় দিয়ে তাঁদের পথরোধ করেন।
অবৈধ মালামাল আছে দাবি করে ব্যবসায়ীদের মারধর করেন এবং ছিনতাইয়ের চেষ্টা চালান। ব্যবসায়ীরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে রজব ও দুর্জয়কে আটক করেন। পরে পুলিশ এসে তাঁদের গ্রেপ্তার করে।
পুলিশের বক্তব্য: ভেড়ামারা থানার পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম বলেন, “আমরা একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন এবং একটি চাকুসহ দুইজনকে আটক করেছি। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।”
ভুক্তভোগীদের অভিজ্ঞতা: ভুক্তভোগী ব্যবসায়ী জহুরুল বলেন, “আমাদের থামিয়ে পুলিশ পরিচয়ে পকেট তল্লাশি করা হচ্ছিল। একপর্যায়ে সন্দেহ হলে চিৎকার করি। এরপর স্থানীয় লোকজন এসে তাঁদের ধরে ফেলে।”
আইনগত ব্যবস্থা: পুলিশ জানিয়েছে, আটক দুজনের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে অস্ত্র ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন।
ডিসিকে/এমজেডএইচ