রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ২১:৫৩

সাদুল্লাপুর প্রিমিয়াম লীগ (সিজন ৮)-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ

মাহবুব আলম লাভলু
সাদুল্লাপুর প্রিমিয়াম লীগ (সিজন ৮)-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ
মতলব উত্তরে সাদুল্লাপুর প্রিমিয়াম লীগ (সিজন-৮)-২০২৫-এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।

মতলব উত্তরে সাদুল্লাপুর প্রিমিয়াম লীগ (সিজন-৮)-২০২৫-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। খেলা উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন । শনিবার (১৮ জানুয়ারি ২০২৫) বিকেলে সাদুল্লাপুর উত্তরপাড়া ব্রাক অফিস সংলগ্ন মাঠে খেলার আয়োজন করা হয়। খেলায় সিনিয়র চ্যালেঞ্জার একাদশ ৭ উইকেটে জুনিয়র লায়ন্স একাদশকে পরাজিত করে বিজয় অর্জন করে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার।

সাদুল্লাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হাশেম প্রধানের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাবুল সরকার ও ক্রীড়া সংগঠক আল-আমিন ভূঁইয়া।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন সরকার, উপজেলা যুবদলের সহ-সভাপতি বশির আহমেদ মোল্লা, সদস্য ফয়েজ আহমেদ, আল আমিন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নূরুল হুদা ফয়েজী, যুগ্ম আহ্বায়ক তুহিন, সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক নূরুল হুদা বাবু পাঠান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আলমগীর সরকার বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হতে হবে। খেলাধুলা শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায় এবং মনকে চাঙ্গা রাখে। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়