প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ২১:৪৯
হাসান আলী মডেল সপ্রাবির প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা
চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা সাফি বন্যা চাকরি থেকে অবসরে গেছেন। এ উপলক্ষে তাঁকে তাঁর সহকর্মীরা বিদায় সংবর্ধনা দিয়েছেন।
শনিবার (১৮ জানুয়ারি ২০২৫) বেলা সাড়ে ১২ টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মানছুর আহম্মেদ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াছমিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, সরকারি চাকরির নিয়ম অনুসারে চাকরি শেষে অবসরজনিত বিদায় নিতে হবে। এই বিদায় সব চাকরিজীবীর ভাগ্যে হয় না। চাকরি শেষ করার ভাগ্যও সবার হয় না। হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা সাফি সরকারি চাকরির বয়সসীমা পার করে অবসরজনিত বিদায় নিচ্ছেন। তাই এই বিদায় আনন্দের, সন্তানদের কাছে থাকার বিদায়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে
বক্তব্য রাখেন বিদায়ী সংবর্ধিত অতিথি ইসমত আরা সাফি, উপজেলা শিক্ষা অফিসার ভব রঞ্জন দাস, বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি, প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ্ব সফিউদ্দিন আহমেদ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটারিয়ান কাজী শাহাদাত ও বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাফেজ আহমেদ। মঞ্চে উপবিষ্ট ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসাদ্দেক হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইনুন নাহার। সহকারী শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন দিলরুবা ইয়াসমিন পলি ও আব্দুর রহমান, ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন অবনিশ জাগরী ও শাহ আলী আহমেদ সিয়াম। খোলা চিঠি পাঠ করেন প্রাক্তন সহকারী শিক্ষক শাহিন আক্তার। মানপত্র পাঠ করেন সহকারী শিক্ষক নাজমা আক্তার। সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক সৈয়দ মোহাম্মদ নূরুজ্জামান ( কাজল)।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সহকারী শিক্ষক মো. শাহাদাত হোসেন তালুকদার ও গীতা পাঠ করেন সহকারী শিক্ষক তিথি রাণী চক্রবর্তী। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে এবং অভিভাবকদের পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষক ইসমত আরা সাফি বন্যাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং উপহার সামগ্রী দেয়া হয়। সবশেষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অভিভাবকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।