প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ২২:২৮
শাহরাস্তিতে পাবলিক লাইব্রেরি উদ্বোধন
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাবেক কার্যালয়টি পাবলিক লাইব্রেরিতে রূপ দিয়েছে স্থানীয় প্রশাসন। শনিবার (১৮ জানুয়ারি ২০২৫) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন এ লাইব্রেরি উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসির আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাকসুদ আলম, কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
জেলা প্রশাসক বলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা এ লাইব্রেরির মাধ্যমে উপকৃত হবে। তরুণ প্রজন্মের যারা ডিভাইসনির্ভর তারা আসক্তি কাটিয়ে এই লাইব্রেরি ব্যবহারের মাধ্যমে মূল্যবান সময়কে কাজে লাগাতে পারবে।