প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ২২:৪৪
সরস্বতী পূজা সুষ্ঠুভাবে সম্পন্নে মতবিনিময় সভা
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার আয়োজনে শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৫)
বিকেলে চাঁদপুর শহরের শ্রীশ্রী কালীবাড়ি মন্দিরে সরস্বতী পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষের সঞ্চালনায় এ সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে আমরা প্রতিমা নিয়ে আনন্দ শোভাযাত্রা না করে মণ্ডপেই আনন্দ করবো। সাউন্ড সিস্টেম নিয়ন্ত্রণে রেখে আমরা আনন্দ করবো। আর কেউ মণ্ডপে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করবেন না। আমরা আনন্দ করবো সীমাবদ্ধতার মাঝে। আমরা পূজা করবো ঘরে ঘরে। মা সরস্বতীর কাছে বিদ্যার জন্যে প্রার্থনা করবো। রাস্তায় শোভাযাত্রার নামে কোনো উশৃঙ্খল আচরণ করবো না। বক্তারা বলেন, জগতের সকল প্রাণী যেনো সুখী হয় তা আমাদের ধর্মে উল্লেখ আছে। সেই প্রাণীর মাঝে আমরা মানবজাতি আছি। তাই এমন কিছু আমরা মণ্ডপে করবো না, যার জন্যে পাশের মানুষের ক্ষতি হয়। আমাদের উৎসবের জন্যে অন্যের ক্ষতি হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। বিদ্যুৎ বিভাগের সাথে আমাদের আলোচনা হয়েছে। তারা কম খরচে পূজা মণ্ডপে মিটার স্থাপন করে দেবে। আমরা পূজাকে সুন্দরভাবে উদযাপনের জন্যে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করছি। আগামী ৩ ফেব্রুয়ারি বিদ্যাদেবীর আরাধনায় সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে।
সভায় বক্তব্য রাখেন জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ মালাকার, যুগ্ম সম্পাদক গোপাল সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক লিটন সাহা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, হাইমচর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিবেক লাল মজুমদার, সংগঠক গৌতম রায় চৌধুরী, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহা, সাধারণ সম্পাদক সুমন সরকার জয়, সহ-সভাপতি ডা. পীযূষ কান্তি সাহাসহ বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দ ও সনাতনী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।