প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ২১:২৫
৮ ফেব্রুয়ারি কচুয়া উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন
আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে কচুয়া উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন। তফসিল অনুযায়ী শনিবার (১৮ জানুয়ারি ২০২৫) ছিলো মনোনয়নপত্র যাছাই-বাছাই ও প্রত্যাহারের শেষদিন। এদিন পর্যন্ত একটি মাত্র প্যানেল জমা পড়েছে। এ সকল কার্যক্রমে চাঁদপুর জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোস্তফা কামাল, কচুয়া উপজেলা নির্বাচন পরিচালনা কমিশনের চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ফরিদগঞ্জ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, হাজীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি তুহিন হায়দার, জেলা শিক্ষক সমিতির অর্থ বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস লিটন এবং কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমসহ অনেকে সার্বিক দায়িত্ব পালন করেন।
|আরো খবর
একটি সূত্রে জানা গেছে, হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহের হোসেন সভাপতি পদে ও করইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহিরুল আলম সাধারণ সম্পাদক পদেসহ ৫১ সদস্য বিশিষ্ট একটি প্যানেলটি জমা পড়েছে।