রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ২২:৫৭

কচুয়ায় ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা

মোহাম্মদ মহিউদ্দিন
কচুয়ায় ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা
কচুয়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র হুমায়ুন কবির প্রধান।

কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি ২০২৫) বিকেলে পালগিরি বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র হুমায়ুন কবির প্রধান।

ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আমির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এএসএম মনজুর আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, পৌর বিএনপির সদস্য সচিব আমান উল্লাহ আমান ও বিএনপি নেতা ওবায়েদ উল্লাহ ভূলন।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, বিএনপি নেতা ও ব্যবসায়ী মো. আব্দুল করিম, উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তফা কামাল, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী মোহাম্মদ আবদুল হাই, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ডা. জাহাঙ্গীর আলম, ইয়াছিন গাজী, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক কাজী, ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব সানাউল্লাহ, ছাত্রদল নেতা কবির হোসেন, হৃদয় হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়