রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২১, ০০:০০

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চাঁদপুর জেলা সম্মেলন সম্পন্ন

ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধ প্লাটফর্মই জাতিকে মুক্তির পথ দেখাবে

--------মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী

ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধ প্লাটফর্মই জাতিকে মুক্তির পথ দেখাবে
অনলাইন ডেস্ক

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চাঁদপুর জেলা সভাপতি মাওলানা নুরুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা গাজী নাছির উদ্দিনের পরিচালনায় বিপণীবাগ আইএবি মিলনায়তনে জেলা ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মোঃ জয়নাল আবদিন ও সেক্রেটারী কে. এম ইয়াসিন রাশেদসানী।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মুফতি হেনায়েতুল্লাহ কাসেমী বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ আলেম, মসজিদ, মাদরাসা অধ্যুষিত প্রিয় মাতৃভূমি বাংলাদেশে জাতির নৈতিক চরিত্র অধঃপতনের দ্বারপ্রান্তে। উপমহাদেশে বৃটিশ বিরোধী আন্দোলন থেকে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি সকল ক্ষেত্রেই আলেম সমাজের ভূমিকা ছিলো নেতৃত্বপূর্ণ, যা জাতীয় স্বার্থ রক্ষায় পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে তুলেছে। বর্তমান সময়ের সকল সংকট নিরসন ও জাতীয় স্বার্থ রক্ষায় ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধতাই জাতিকে কাক্সিক্ষত মুক্তির পথ দেখাবে।

বিশেষ অতিথির বক্তব্যে শেখ মোঃ জয়নাল আবেদিন বলেন, ওলামায়ে কেরামের নেতৃত্বে একটি আদর্শিক বিপ্লবের পথে এগিয়ে যেতে চাই। সে লক্ষ্যেই জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কাজ করছে। জাতির রাহবার আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে সমাজ, রাষ্ট্রের সামগ্রিক কল্যাণে আমরা কর্মীর ভূমিকায় থাকবো ইনশাআল্লাহ।

কেএম ইয়াসিন রাশেদসানী বলেন, আলেম সমাজের ঐক্যবদ্ধ নেতৃত্বে জাতীয় মুক্তির যে পথ তৈরি হবে আমরা সে পথেই এগিয়ে যেতে চাই। পরে প্রধান অতিথি সভাপতি হিসেবে মাওলানা হাবিবুল্লাহ ও সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা গাজী নাছির উদ্দীনের নাম ঘোষণা করেন।

 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়